ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ই অগ্রহায়ণ ১৪৩১

কালিয়ায় ৬ সার ব্যবসায়ীকে জরিমানা !

ফরহাদ খান, নড়াইল : | প্রকাশের সময় : বুধবার ২৪ অগাস্ট ২০২২ ০৭:৫১:০০ অপরাহ্ন | দেশের খবর

অধিক মূল্যে সার বিক্রিসহ বিভিন্ন অনিয়মের কারণে নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বাজারে ছয় সার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহুরুল ইসলাম এ জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবীর বিশ্বাস।

 

এর মধ্যে বড়দিয়া বাজারের সার ডিলার শেখ আয়েন উদ্দিন, সাব-ডিলার তরুণ দাশ, সাধন দাশ, হাফিজুর শিকদার ও লাবলু শিকদারকে তিন হাজার টাকা করে এবং শেখ হাসান আলীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। ছয়জনকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে অধিক মূল্যে সার বিক্রি, গুদামজাতকরণ, কীটনাশকের পাশাপাশি গোখাদ্য বিক্রি এবং লাইসেন্স না থাকার অপরাধে তাদেরকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।