ঢাকা, সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১শে মাঘ ১৪৩১

কুলাউড়ায় তারুণ্যের উৎসব উদযাপন

কুলাউড়া প্রতিনিধি | প্রকাশের সময় : শুক্রবার ১৭ জানুয়ারী ২০২৫ ১১:৪৬:০০ পূর্বাহ্ন | দেশের খবর

মৌলভীবাজারের কুলাউড়ায় তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

তিনি তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশ থেকে মাদক, দুর্নীতি, সকল অবিচার-অনাচার দূর করে একটি সুন্দর সমাজ ও দেশ গড়ার কাজে আজকের তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল বাকীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রেদোয়ান খাঁন ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমান মনির, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতিক, সাংবাদিক ময়নুল হক পবন ও নাজমুল বারী সোহেল, ছাত্র সমন্বয়ক আদনান চৌধুরী, এনজিও প্রতিনিধি আব্দুস সামাদ সোহেল ও মুক্তারানী দেব প্রমুখ।

সভাশেষে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর এলাকা প্রদক্ষিণ করে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ