ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

কুষ্টিয়াতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখ বরণ

কুষ্টিয়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০২২ ০৯:২২:০০ অপরাহ্ন | দেশের খবর

বাঙ্গালি সাংস্কৃতির নিজস্ব অনুষ্ঠান বৈশাখ বরণ। আজ পহেলা বৈশাখ কুষ্টিয়ার চারিদিকে সাজ সাজ রব। লাল সাদ্দাম পোশাকে সেজেছিলো তরুন তরুনী, নবীন- প্রবীন সবাই। বেজেছে ঢাক ঢোলের বাজনা। কুষ্টিয়া শহরে আজ বিপুল উচ্ছ্বাস উদ্দীপনা। সকলে ভেদাভেদ ভুলে কুষ্টিয়া কালেক্টরেট (ডিসি কোট) চত্বরে আয়োজন করা বর্ষবরণের অনুষ্ঠান। কুষ্টিয়া জেলা প্রশাসক আয়োজিত বৈশাখ বরণ অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এনজিও,  বিভিন্ন স্কুল - কলেজ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের সমন্নয়ে বর্ণাঢ্য র‌্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। র‌্যালিটি কুষ্টিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার ডিসি কোর্ট চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে নারীদের পরনে সুতির লাল সাদা সাড়ি, হাতে কাচের চুড়ি, মাথায় ফুলের মালা এবং পুরুষদের পরনে রঙ্গিন পাঞ্জাবী। বৈশাখি ‌র‌্যালি শেষে কালেক্টরেট চত্বরের বটতলায় বাঙালির প্রানের মেলা চলে। মেলায় বৈশাখি গান, কবিতা আবৃত্তি  আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পহেলা বৈশাখ মেলা ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। এ সময় তিনি বলেন, " পহেলা বৈশাখ সারা বিশ্বের বাঙালির প্রানের উৎসব। সকল ধর্ম বর্ণ জাতিভেদে সকলের ঐক্যের দিন। বৈশাখী অনুষ্ঠানের মাধ্যমে বাঙালির জাতিস্বত্তাকে তুলে ধরতে হবে।নতুন প্রজন্মকে বাঙালির চেতনায় গড়ে তুলতে হবে। সামাজিক উন্নয়নে শপথ নিয়ে দেশ গড়ার কাজ করকে হবে। সবাই মিলে এদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শারমিন আক্তার সহ জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেড, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারী প্রসিকিউটর (জিপি) আক্তারুজ্জামান মাছুম, সাংবাদিক বৃন্দ। বৈশাখী র‌্যালিতে কুষ্টিয়া কালেক্টরেট স্কুল প্রথম, কুষ্টিয়া জিলা স্কুল দ্বিতীয় ও কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল তৃতীয় স্থান অর্জন করে।