কাজ না করে বরাদ্ধের টাকা আত্মসাৎ, সহযোগী সংস্থার কাছ থেকে ঘুষ দাবীসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে কুষ্টিয়া জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদেরের বিরুদ্ধে। যা নিয়ে অফিসের কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ।
এছাড়াও দৌলতপুর উপজেলা সমাজসেবা অফিস থেকে কুৃমারখালী সমাজসেবা অফিসে এক কর্মকর্তার বদলীর জন্য সাত লাখ দাবী করলে সাড়ে তিন লাখ টাকায় দফারফা হয়েছে এবং খোকসা উপজেলা সমাজসেবা এক কর্মচারীকে কুষ্টিয়া শহর সমাজসেবা অফিসে আসতেও গুনতে হয়ে ছে কয়েক লাভ টাকা।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২২ সালের ২৪শে অক্টোবর কুষ্টিয়া জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে যোগদান করেন আব্দুল কাদের। যোগদানের পর থেকেই নিজের ক্ষমতার অপব্যবহার করে শুরু করেন অনিয়ম ও দূর্নীতির মহাৎসব। ২০২২-২৩ অর্থ বছরে
কুষ্টিয়া কুমারখালী সমাজসেবা অফিসের সংস্কার কাজের বরাদ্ধের ৫ লক্ষ টাকা নামমাত্র কাজ করেই ঠিকাদারের সাথে যোগসাজস্যে তা তুলে নেওয়া হয়। সে কাজের মেয়াদ শেষ হয়ে গেলেও এখনো শেষ হয়নি কাজ। এছাড়াও একই অর্থ বছরে কুষ্টিয়া সরকারি শিশু পরিবারের দুটি ভবনের সংস্কার কাজের ১৫ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে কাজ শেষ না করেই। এভাবেই জেলা সমাজসেবা অধিদপ্তরের অধিকাংশ কাজেই হয়েছে অনিয়ম, বরাদ্দের টাকা করা হয়েছে লুটপাট।
এতিমখানা পরিদর্শনে ১০ হাজার টাকা উৎকোচ নেওয়াসহ বিভিন্ন সংস্থার রেজিস্ট্রেশন করিয়ে দিতেও ১০ থেকে ২০ হাজার টাকা করে নিয়েছেন এই উপপচিালক আব্দুল কাদের।
নাম প্রকাশ না করার শর্তে সমাজসেবা অধিদপ্তরের একাধিক কর্মকর্তাগণ জানান উপ-পরিচালক আব্দুল কাদেরের বিরুদ্ধে বিস্তর অভিযোগ থাকলেও আগের এক সচিবের সাথে তার ভালো সখ্যতা থাকায় তিনি ইচ্ছেমাফিক এসব অনিয়ম কার্জকলাপ করে যাচ্ছে। এছাড়াও আতঙ্কের কারনে তার ঘুষ বাণিজ্য ও অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। এরআগেও মেহেরপুর থেকে বদলী হয়ে সাতক্ষীরার আশাশুনিতে গেলেও পরবর্তীতের অধিদপ্তরের মন্ত্রণালয়ের এক সচিবের সাথে রয়েছে তার গভীর সখ্যতার কল্যাণে আবার কুষ্টিয়ার উপপরিচালক হয়ে আসে।
সেবা নিতে আসা আকরাম আলী নামে একজন বলেন, ‘এই অফিসের আগের স্যার খুব ভালো ছিলেন। কিন্তু বর্তমান আব্দুল কাদের স্যারের দুর্ব্যবহারে আমরা অতিষ্ঠ। ভাষা খারাপ করে কথা বলেন। এমন অফিসার থাকলে গরিব অসহায় মানুষ সেবা থেকে বঞ্চিত হবে।’
সমন্বয় পরিষদের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক কমল বিশ্বাস বলেন, সমাজসেবা অধিদপ্তরের এমন দুর্নীতিবাজ অফিসার থাকা উচিৎ নয়, তিনি চাদাবাজী করছে। আমরা অনেক পরিশ্রম করে বিভিন্ন ডোনারের কাছ থেকে চেয়ে এনে অটিজম শিশুদের কল্যাণে শিক্ষাদান ও অসহায় নারীদের বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে এবং সেলাই মেশিন বিতরণের মাধ্যমে তাদের ঘুরে দাঁড়ানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। অথচ তিনি আমাদের এই সমন্বয় পরিষদ থেকে কিভাবে প্রতিমাসের চাঁদাদাবী করে তা আমাদের বোধগম্য নয়।
সমন্বয় পরিষদ কুষ্টিয়ার সভাপতি গোলাম মোস্তফা বলেন, সমাজের বিত্তবানদের অনুদানে আমাদের এই প্রতিষ্ঠান চলে। আমাদের কাছে প্রতমাসে মোটা অংকের টাকা দাবী করেছে উপপরিচালক। এবং ২৭ হাজার টাকার চেক মারফত জোর করে চাঁদা হিসেবে নিয়েছেন। এটা অবশ্যই চাঁদাবাজি। এভাবে প্রতিমাসে চাঁদার টাকা দিতে হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, বছরে সমাজসেবা অধিদপ্তর থেকে এক দেড় লাখ টাকা অনুদান দেয়, তবুও তারা এই অর্থের সঠিক ব্যবহার বুঝে নেয়। বর্তমান উপপরিচালক আমার কাছে অনৈতিকভাবে টাকা চাওয়া মানেই তো চাঁদাবাজী বলেও উল্লেখ করেন তিনি।
কুমারখালী উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, আমাদের এই উপজেলা অফিসে চারটা রুম ও তিনটা বাথরুম টাইলস করার কথা রয়েছে। কিন্তু সকল বিল উত্তোলন করা হয়েছে। এখনো বাথরুমের টাইলস লাগানো হয়নি। তাছাড়া দেওয়ালে প্লাষ্টার ঠিকমতো না করে থুতু দিয়ে ছাতু ভেজানোর মতো কাজ করেছে।
সরকারি শিশু পরিবার (বালক) কুষ্টিয়ার উপ-তত্বাবধায়ক এমদাদুল হক বলেন, গত জুন মাসের আমোদের ডরমিটরীতে রং করা ও বাউন্ডারী ওয়াল নির্মানের কাজের দরপত্র আসে। কিন্ত যেভাবে কাজ করার কথা তার কিছুই হয়নি। এখনো অনেক কিছু কাজ বাকী রয়েছে। তবে শুনেছি পে-অর্ডার নাকি ডিডি স্যার উত্তোলন করেছে।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুল কাদেরের দাবী, কোন অনিয়মের সাথে জড়িত নয় তিনি। ব্যাক্তি স্বার্থেই তার বিরুদ্ধে আনা হয়েছে এসব অভিযোগ।
শুধু সংস্কার কাজের বরাদ্ধের টাকা আত্মসাৎ-ই নয় এই উপ-পরিচালকের বিরুদ্ধে উঠেছে সমাজসেবার সহযোগি সংস্থা সমন্বয় পরিষদের কাছেও ঘুষ দাবীর অভিযোগ। যা
নিয়ে সমন্বয় পরিষদের দায়িত্বে থাকা পরিচালকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। এই উপ-পরিচালকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবী তাদের।
প্রসঙ্গত, মেহেরপুরে দায়িত্বে থাকাকালীন সময়েও অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ উঠে এই সমাজসেবার উপ-পরিচালক আব্দুল কাদেরের বিরুদ্ধে। যা সমাজসেবা মন্ত্রনালয়ের তদন্তে প্রমানিত হওয়ায় তাকে তিরস্কারও করা হয়।