ঢাকা, বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮শে অগ্রহায়ণ ১৪৩১

কুষ্টিয়া পৌরসভা চত্বরে ছয় দিনব্যাপি উদ্যোক্তা ও পণ্য মেলার উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি | প্রকাশের সময় : বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ০৮:০৩:০০ অপরাহ্ন | দেশের খবর

নারী উদ্যোক্তা ইউনিয়ন (নাউই) এর আয়োজনে কুষ্টিয়া পৌরসভা বটমূলে শুরু হয়েছে  (১১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর) ৬ দিন ব্যাপি উদ্যোক্তা ও পণ্য মেলা। বুধবার বিকেল ৩ টায় মেলা উদ্বোধন করেন আশানুর জামান, উপ-মহাব্যবস্থাপক বিসিক কুষ্টিয়া।  

প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, সভাপতি কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডঃ শামিম উল হাসান অপু। শারমিন সুলতানা, বিভাগীয় জয়ীতা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা ইউনিয়ন (নাউই) এর এ্যাডমিন ও পরিচালক মাহমুদা মিমি। বক্তব্যে বক্তারা বলেন, উদ্যোক্তাদের পল্যের গুণগত মান ঠিক রেখে ভোক্তাদের কাছে সততার সাথে পৌঁছে দিতে হবে।

নারী উদ্যোক্তা ইউনিয়ন (নাউই) এর উদ্যোক্তা ও পণ্য মেলাতে অর্ধশত স্টলে বাটিক- বুটিক ও হাতের কাজের ত্রিপিচ,টুপিচ, চাদর,শাড়ী, পিঠাপুলি, বাহারি কেক, সুস্বাদু আচার, মুরকি, চটপটি, মুড়ি মাখানো, রেশমী চুড়ি, চমৎকার ডিজাইনের জুতা, আগুন ফুচকা, আইচক্রীম সহ নারী ও পুরুষ ক্ষুদ্র উদ্যোক্তাদের বাহারি পল্যের সমারোহ। প্রথমদিন নারী উদ্যোক্তা ইউনিয়ন (নাউই) এর উদ্যোক্তা ও পণ্য মেলাতে সুলভ মূল্যে ও মনোরম পরিবেশে কেনাকাটা করতে পেরে খুশি দর্শনার্থীরা।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ