ঢাকা, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

কোম্পানীগঞ্জে বিজিবির ত্রাণসামগ্রী বিতরণ

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ জুন ২০২২ ০১:০১:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন
গত কয়েক দিন যাবত নিরবিচ্ছিন্নভাবে ভারীবর্ষন এবং পাহাড়ী ঢলের কারণে ক্রমাগত পানি বৃদ্ধি পাওয়ায় সিলেট জেলার বন্যা কবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে ৪৮ বিজিবি।

 

এছাড়া আটকে পড়া বানভাসিদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বিজিবি সদস্যরা।

সোমবার দুপুরে সিলেটের সীমান্ত উপজেলা কোম্পানীগঞ্জের তেলিখাল এলাকার বুড়দেওসহ আশপাশের বন্যাকবলিত পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন- বিজিবির সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম।

তিনি জানান, সিলেট সেক্টরের আওতাধীন ৮১ কিলোমিটার এলাকার দুর্গম এলাকায় উদ্ধার ও ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে বিজিবি। এ সহায়তা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীসহ অন্যরা।