“থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত”এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান ,জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ক্রোসাক্রো চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো: মহি উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা এ সময় বলেন,উপ-মহাদেশে নারী অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারীদের লেখাপড়া শিখে দেশ ও সমাজে নেতৃত্ব দেয়ার অনুপ্রেরনা দেন। সমাজের অর্ধেকেরও বেশী নারীকে পিছিয়ে রেখে দেশ এগিয়ে যেতে পারে না বলে বর্তমান সরকার নারীদের উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহন করেছেন। অনুষ্ঠানে জেলার সফল ৫ জন নারীকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য জয়ীতা হিসেবে সন্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান করেন।
অন্যদিকে দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। খাগড়াছড়ি পৌরসভার নারী ও শিশু বিষয়ক স্থানীয় কমিটির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে পুনঃরায় পৌর কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী। পৌর কাউন্সিলর সালেহা রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌরসভার সচিব পারভিন খন্দকার, কাউন্সিলর অতিশ চাকমা, উক্রায়ো মারমাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তিনজন প্রশিক্ষনার্থী অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।