ঢাকা, মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ই আশ্বিন ১৪৩১

গরুসহ জামিন পেলেন বৃদ্ধ গোলাম হোসেন

ঠাকুরগাঁও প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১২ জানুয়ারী ২০২২ ০৭:০৬:০০ অপরাহ্ন | দেশের খবর

বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকায় নিজের গরু বিক্রি করে চুরির অভিযোগে মালিক জেলে! এই শিরোনামে সংবাদ প্রকাশের পর গরুর মালিক বৃদ্ধ গোলাম হোসেনসহ পাঁচ গরু ব্যবসায়ীকে জামিন দিয়েছেন আদালত।

 

গত সোমবার দুপুরে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রে এস রমেশ কুমার ডাগা।

 

গোলাম হোসেনের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোঃ ইমরান হোসেন চৌধুরী জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোলাম হোসেনের নামে একটি গরু চুরির মিথ্যা মামলায় দেওয়া হয়েছিলো। বিজ্ঞ আদালত গরুর মালিকানা যাচায়ের নির্দেশ দিয়েছিলো ৪৮ ঘন্টার মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তাকে। কিন্তু কর্মকর্তা মালিকানা যাচাই না করে বৃদ্ধ গোলাম হোসেন সহ পাঁচজনের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করেন।

 

পরবর্তীতে বাদি নিজেই এসে এফিডেভিড করে বিজ্ঞ আদালতে একটা দরখাস্ত দেন যে এ গরু তিনি দাবি করছেন না গরুটি আসামির। এ গরু আর বাদির গরুর গায়ের রঙ একই হওয়ায় নিজের গরু মনে করেছিলেন। পরে বিষয়টি বুঝতে পেরে গরুর মালিকানা ছেড়ে দেন।

 

উল্লেখ্য, গোলাম হোসেন ছেলের বিয়ে দেওয়ার জন্য চার হাজার টাকা অগ্রিম ও এক লাখ বিশ হাজার টাকা বাকিতে তার বাড়িতে পালন করা নিজের দুটি গরু ব্যবসায়ী হাসেম আলীসহ চারজনের কাছে বিক্রি করে দেন। ওই ব্যবসায়ীরা গরু দুটি গত সোমবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ বাজারে বিক্রির জন্য নিয়ে যান। এসব গরু চুরি করে এনেছেন বলে অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। পরে পুলিশ মালিক গোলাম হোসেনসহ ব্যবসায়ীদের গ্রেফতার করে ঠাকুরগাঁও সদর থানায় নিয়ে যান। পরে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়।