ঢাকা, শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩রা কার্তিক ১৪৩১

গলাচিপায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধন পালিত হয়েছে

মোঃ সুমন খান, গলাচিপা (পটুয়াখালী) : | প্রকাশের সময় : সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪ ০৪:৫৭:০০ অপরাহ্ন | বরিশাল

 

পটুয়াখালীর গলাচিপায় বাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাছলিমা বেগম এবং সহকারী শিক্ষক পলাশ-কে অপসারনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর তিনটায় বাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।।মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষক তাছলিমা বেগম এ সহকারী শিক্ষক পলাশের দুর্নীতি ও সেচ্ছাচারিতায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি আজ ধ্বংসের মুখে। তাই অবিলম্বে তাদের অপসারণ করে গত বিগত বছর গুলোর সকল অনিয়মের তদন্ত দাবি করেন। এ সময় বক্তব্য রাখেন মোঃ রফিকুল ইসলাম, মোঃ মাঈনুদ্দিন মাষ্টার, ফোরকান শরীফ ও অসিম মল্লিকসহ অনেকে। উক্ত স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন বিগত সরকারের আমলে পকেটে কমিটি করে নিয়োগ বানিজ্যের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত প্রধান শিক্ষক ও তার সহযোগী সহকারী শিক্ষক পলাশ।স্থানীয় অভিভাবকগণ জানান জমি দাতা ও তার পরিবারের সদস্যদের অগ্রাধিকার থাকলেও তারা গোপনে পকেটে কমিটি করে কাউকে কোন কিছু না জানিয়ে নিয়োগ বানিজ্য করেছেন।তারা আরো অভিযোগ করে বলেন এক সময় বিদ্যালয়ে প্রচুর শিক্ষার্থী থাকলেও তাদের অনিয়ম ও দূর্ণিতির কারনে দিন দিন প্রতিষ্ঠানের শিক্ষার্থী কমে যাচ্ছে। উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশের বিরুদ্ধে ইতি পূর্বে স্কুলের সরকারী বই ও ফ্যান বিক্রির অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রধান শিক্ষক তাছলিমা বেগম এর একটি অভিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে তাকে বলতে শুনা যায় উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ তাকে জিম্মি করে এসব কিছু করিয়েছেন। এমনকি বিদ্যালয়ের গুরুত্বপূর্ন নথিও পলাশ তাকে না জানিয়ে নিয়ে যান মর্মে অভিযোগ করেন এবং তিনি তাঁকে নির্দোষ বলে দাবী করেন।