ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

গাজীপুরে কলোনিতে ৪০টি ঘরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

এম এইচ শাহীন, গাজীপুর : | প্রকাশের সময় : সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১১:১৪:০০ অপরাহ্ন | দেশের খবর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক আমবাগান এলাকায় একটি কলোনিতে আগুন লেগে অন্তত ৪০টি ঘর পুড়ে গেছে। এসময় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে আটটার দিকে আগুনের সুত্রপাত বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়,  উপজেলার মৌচাক আমবাগান এলাকার একটি কলোনিতে আগুন লাগে। আগুন লাগার পরপরই স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়। এরপর ফায়ার সার্ভিসের খবর দিলে কালিয়াকৈরের ২টি ও কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ওই কলোনিতে বিভিন্ন শিল্পকারখানা শ্রমিকরা ভাড়া থাকেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। কোনাবাড়ি মর্ডান ফায়ার স্টেশনের দুইটি ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটি সহ চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’ আগুনের ক্ষয়-ক্ষতির পরিমাণ পরে জানানো হবে বলে জানান তিনি।