গাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে একজন মারা গেছেন। এই ঘটনায় দগ্ধ হয়ে নিহতের ছেলে মো. সানোয়ার হোসেন চিকিৎসাধীন আছেন।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের বাসিন্দা শ্রীপুর পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধানের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এতে তার স্ত্রী শামসুন নাহার (৩৫) ও ছেলে মো. সানোয়ার হোসেন (১৬) দগ্ধ হন। পরে গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
নিহতের চাচা হাজ্বী মো. নইমুদ্দিন ফকির নিশ্চিত করেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শামসুন নাহার মৃত্যু বরণ করেন। আরও বরেন, দগ্ধ হওয়ার পরপরই মা ও ছেলেকে উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসক শামসুন নাহারকে মৃত বলে ঘোষণা করেন। ছেলে সানোয়ার হোসেন একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা শঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক।
প্রতিবেশী আব্দুল গফুর জানান, দোতলা ওই বাড়িতে হঠাৎ বিকট শব্দ হয়। তিনি সহ প্রতিবেশীরা সেখানে ছুটে গিয়ে শামসুন নাহার ও তার ছেলে মো. সানোয়ার হোসেনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন। এর মধ্যে শামসুন নাহারের অবস্থা ছিল গুরুতর। তার মুখসহ শরীরের অনেক অংশই পুড়ে গিয়েছিল। সেখান থেকে স্বজনরা তাদেরকে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, বাসায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনে মা ও ছেলে দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যু হয়েছে বলে শুনেছি।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ