ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

গোপালগঞ্জে নানা আয়োজনে বঙ্গবন্ধু কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১৮ অক্টোবর ২০২৩ ০১:৫৬:০০ অপরাহ্ন | দেশের খবর

গোপালগঞ্জে নানা আয়োজনে বঙ্গবন্ধু কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে। আজ বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা শহরের শেখ রাসেল শিশু পার্কে শেখ রাসেলের প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। এরপর পুলিশ সুপার আলবেলি আফিফা, জেলা  অওয়ামীলীগসহ  বিভিন্ন সংগঠন ও সরকারী দপ্তর ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে জেলা সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। এরপর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আলবেলি আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও সরকারী দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।