ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

গোমস্তাপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৯ ডিসেম্বর ২০২১ ০৬:১৮:০০ অপরাহ্ন | দেশের খবর

 "নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে রহনপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুন কুমার পাল,রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজগর আলী,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। এছাড়া বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশন দিবসটি উপলক্ষে র‌্যালি বের করে।