সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সুস্থতা ও নেক হায়াত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার গোলাপগঞ্জ পৌর এলাকার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে রাঙ্গাডহর বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ, রাঙ্গাডহর বাজার কমিটির সভাপতি ও মসজিদের মোতয়াল্লী সালে আহমদ, বাজার সেক্রেটারি আব্দুল জলিল, পৌর আওয়ামী লীগ নেতা মালেক আহমদ, ইসলাম উদ্দিন, আজির উদ্দিন, এনাম আহমদ, বেলাল আহমদ, আফজাল হোসেন সোহেল, জয়নাল আবেদীন, জেলা ছাত্রলীগ নেতা আপন ইকবাল তানভীর, পৌর ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, ফাহাদ রহমান, সাজিম আহমদ, আবির হোসেনসহ বিপুল সংখ্যক মুসল্লীয়ানগন।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল করিম।