ঢাকা, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

গোয়াইনঘাটে গলাকাটা লাশ উদ্ধার

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০২২ ০৯:১৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
সিলেটের গোয়াইনঘাটে অজ্ঞাত এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার  বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সাকেরপেকেরখাল গ্রামের খাল থেকে অনুমানিক ২০/২১ বছর বয়েসি এ তরুণের লাশ উদ্ধার করে থানাপুলিশ।

এর আগে দুপুর দেড়টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। লাশের গলায় কাটা দাগ ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।



গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি  নিশ্চিত করে বলেন, দুপুর দেড়টার দিকে সাকের পেকের খাল গ্রামের পার্শ্ববর্তী হাওর থেকে অজ্ঞাত ওই তরুণের লাশ ভেসে ভেসে গ্রামের খালের দিকে আসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। লাশের গলায় কাটা দাগ ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।