ঢাকা, শনিবার ১ ফেব্রুয়ারী ২০২৫, ১৯শে মাঘ ১৪৩১

চাঁদপুরে হাসান আল‌ী সরকা‌রি উচ্চ বিদ‌্যালয়ের বা‌র্ষিক ক্রীড়া অনুষ্ঠান

মিজান লিটন, চাঁদপুর | প্রকাশের সময় : শনিবার ২৫ জানুয়ারী ২০২৫ ০৩:৩৪:০০ অপরাহ্ন | দেশের খবর

ছোট বয়স থে‌কেই তোমাদের চিন্তায় মন‌নে দেশ গড়ার প্রত‌্যয় থাক‌তে হ‌বে। ত‌বেই প্রত্যেকে  একজন দেশ প্রেমিক হ‌য়ে গ‌ড়ে উঠবে। যে শপথ ক‌রে‌ছ তা অন্ত‌রে ধারন কর‌তে হ‌বে তাহ‌লেই তোমরা সফলকাম হ‌বে। 

তি‌নি আ‌রও ব‌লেন, সবসময় ক্রীড়া চর্চার ম‌ধ্যে থাক‌তে হ‌বে তাহ‌লে তোমাদের শরীর ও মন স‌তেজ থা‌ববে। শুধু বা‌র্ষিক ক্রীড়া আস‌লেই ক‌য়েক‌দিন খেলাধূলা কর‌বে তা কিন্তু নয়। তোমরা সুস্থ ও সুন্দর হ‌য়ে গ‌ড়ে উঠ‌লে ভ‌বিষ‌্যতে সুন্দর সমাজ ও দেশ গঠ‌নে সুনাগ‌রিক হতে পারবে। আমি দে‌খে‌ছি শহ‌রের অনেক স্কু‌লের খেলার মা‌ঠের সমস‌্যা র‌য়ে‌ছে। এ স্কু‌লের মাঠ‌টি বি‌ভিন্ন সম‌য়ে খেলার উপ‌যোগী থা‌কে না, বিষয়‌টি আমার মাথায় র‌য়ে‌ছে অচিরেই মাঠ‌টিতে বাউন্ডা‌রি দেয়া‌লের কাজ করা হ‌বে। 

শনিবার (২৫ জানুয়ারী)সকালে হাসান আল‌ী সরকা‌রি উচ্চ বিদ‌্যালয়ের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যো‌গিতা ও পুরষ্কার বিতরণী অনু‌ষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন এসব কথা বলেন। 

সি‌নিয়র শিক্ষক আবদুল্লাহ আল মামুন, আব্দুল আজিজ, মোঃ আতিক উল‌্যা, মোঃ মহ‌সিন মিয়া ও মোঃ শ‌রিফুল হকের যৌথ সঞ্চালনায়, অনুষ্ঠানের শুরুতেই প‌বিত্র কোরআন তেলাওয়াত ক‌রেন অষ্টম শ্রেণির ছাত্র তাস‌রিফ মুনতা‌সির ও গীতা পাঠ ক‌রেন শিক্ষার্থী অভিজিত পাল।

হাসান আল‌ী সরকা‌রি উচ্চ বিদ‌্যালয়ের ভারপ্রাাপ্ত  প্রধান শিক্ষক ‌মোঃ ম‌মিনুল হক সর্দারের সভাপ‌তি‌ত্বে এসময় বি‌শেষ অতিথির বক্তব্য রাখেন, পু‌লিশ সুপার মুহম্মদ আব্দ‌ুর র‌কিব।

অনুষ্ঠা‌নে অতিরিক্ত জেলা প্রশাসক (‌শিক্ষা ও আই‌সি‌টি) এরশাদ উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল্লা, সহকারী শিক্ষা কর্মকর্তা জা‌কির হো‌সেন, মাতৃপীঠ সরকারি বা‌লিকা উচ্চ আব্দুল সালাম, হাসান আল‌ী সরকা‌রি উচ্চ বিদ‌্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হা‌ফিজুর রহমান, কুমিল্লা অঞ্চ‌লের বিদ‌্যালয় প‌রিদর্শক মোঃ মুকবুল হো‌সেন, মতলব জে বি পাইলট উচ্চ বিদ‌্যাল‌য়ের সা‌বেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম পাটওয়ারী, হাইমচর বা‌লিকা উচ্চ বিদ‌্যালয়ের সা‌বেক প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম, হাসান আল‌ী সরকা‌রি উচ্চ বিদ‌্যাল‌য়ের সা‌বেক সহকারী প্রধান  শিক্ষক আব্দুল ম‌তিনসহ বিভিন্ন বিদ‌্যাল‌য়ের শিক্ষগণ এসময় উপ‌স্থিত ছি‌লেন। সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগন।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ