কুমিল্লার চান্দিনায় নারীদের স্বাবলম্বী হওয়ার প্রত্যাশা এবং নতুন উদ্যোক্তা সৃষ্টি লক্ষ্যে একটি মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী এই আয়োজনটি অনুষ্ঠিত হয় চান্দিনা আল মদিনা বাংলা এবং চাইনিজ রেস্তোরায়।
অনলাইন প্লাটফর্ম ‘লেডিস কেয়ার’-এর আয়োজনে অনুষ্ঠিত এই মিলন মেলাতে নতুন ও পুরাতন নারী উদ্যোক্তারা একত্রিত হয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং একে অপরের পণ্যের পরিচিতি বাড়ানোর জন্য আলোচনা করেন।
লেডিস কেয়ার গ্রুপের এডমিন ও নারী উদ্যোক্তা নাসরিন জাহান সাথী অনুষ্ঠানে জানান, এমন আয়োজন নারীদের জন্য এগিয়ে যাওয়ার একটি চমৎকার মাধ্যম। এটি নতুন এবং পুরাতন উদ্যোক্তাদের মধ্যে সুসম্পর্ক গড়তে সাহায্য করে এবং তাদের উৎপাদিত পণ্যের পরিচিতি বৃদ্ধি পায়।
এসময় আরও বক্তব্য দেন- লেডিস কেয়ার গ্রুপের মডারেটর ফারজানা কবির ঝুমু, তাজ নাহার, ডা. রেহানা পারভীন রুংকি, উদ্যোক্তা ফারিয়া তাবাসসুম, খাদিজা আক্তার মৌসুমী, অর্ণিশা, ঈশিতা, আজিমা আক্তার রুবি, মুক্তি সাহা, তানিয়া তিশা, তামান্না সুলতানা, নিপা আচার্জ বিনা, মাকসুদা ইভা এবং কাজী নূর জাহান প্রমুখ।
এই মিলন মেলা নারীদের মধ্যে উদ্যম ও শক্তি সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং নারী উদ্যোক্তাদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করেছে।
বায়ান্ন/প্রতিনিধি/একে