ঢাকা, বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮শে অগ্রহায়ণ ১৪৩১

চান্দিনায় রাতের আধারে ফসলী জমির মাটি কেটে পুকুর খনন

কাজী রাশেদ, চান্দিনা | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ০৪:৩৪:০০ অপরাহ্ন | দেশের খবর

কুমিল্লার চান্দিনা পৌরসভা এলাকাধীন তুলাতুলী গ্রামের একটি ফসলী জমিতে পুকুর কেটে ইট ভাটায় মাটি বিক্রি করার অভিযোগ উঠেছে ওই গ্রামের রুহুল আমীনের বিরুদ্ধে। 

পার্শ্ববর্তী জমির মালিক হাজী সামছুল হক, আব্দুল হান্নান, মো. হাবিবুল্লাহ, মো. ইউনুছ, মো. খলিল, আব্দুর রহমান, আব্দুল খালেকসহ অনেকে  জানান, তুলাতুলী গ্রামের রুহুল আমীন নামে এক ব্যাক্তি সম্প্রতি কৃষি ফসলী মাঠে ৪২ শতাংশ জমি কিনে প্রায় ১০/১২ ফুট গভীর করে পুকুর কেটে  ব্রিক ফিল্ডে মাটি বিক্রি করছিল। এছাড়া তারা সরকারী প্রণোদনা কৃষি প্রদর্শনী সরিষা ক্ষেত’সহ অন্যান্যদের আবাদকৃত ফসলের উপর ড্রাম ট্রাক দিয়ে মুড়িয়ে মাটি নিচ্ছিল। এসময় জমির মালিকরা বাঁধা দিলেও রুহুল আমীন মাটি কাটা বন্ধ করেনি। 

PIC Chandina 01

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কৃষি কর্মকর্তা মো. মোশের্দ আলম এবং ভূমি অফিসের নায়েব মো. সোলাইমান মাটি কাটা বন্ধ করে দিয়ে আসে। এলাকাবাসী আরও জানায়, তাদের নিষেধের পর আদেশ অমান্য করে রাতে ১০/১২টি ড্রাম ট্রাক দিয়ে কয়েক হাজার ঘনফুট মাটি কেটে নিয়ে যায়।

খবর পেয়ে বুধবার সন্ধ্যায় চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তাছবীর হোসেন ঘটনাস্থলে যান। সেখানে মাটি কাটার লোকজন না পেয়ে মাটি কাটার এক্সকেভেটর (ব্যাক-হো) ব্যাটারী খুলে এবং ভাংচুর করে এটিকে অকার্যকর করে দেয়। 

এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, আমরা ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়েছি। এব্যাপারে আমরা আইনী ব্যবস্থা নিব।

বায়ান্ন/প্রতিনিধি/একে