বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর শহর শাখার আয়োজনে শনিবার সদরের দ্যা গ্রান্ড দাদুবাড়ী মিলনায়তনে হাবিপ্রবি’র শিক্ষার্থীদের নবীন বরণ-২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় ইসলামী ছাত্রশিবিরের সর্বস্তরের জনশক্তি শতভাগ মাদকমুক্ত বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, আমাদের সবকিছু আছে কিন্তু মরালিটি নেই। শিক্ষা ব্যবস্থাকে গত ৫০ বছরে আমরা ঠিক করতে পারিনি। বর্তমান শিক্ষা ব্যবস্থা সার্টিফিকেট নির্ভর একটি শিক্ষা ব্যবস্থা। এ শিক্ষা ব্যবস্থায় সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি হয় না। দেশপ্রেমিক ও সুনাগরিক তৈরি হতে হলে ইসলামী ছাত্রশিবির তথা ইসলামের পতাকাতলে সকল শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে হবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাবিপ্রবি শাখার সভাপতি মো. রেজওয়ানুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি শেখ রিয়াদ।
ক্যারিয়ার আলাপন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক তথ্য উপস্থাপন করেন আমন্ত্রিত অতিথি ডাক্তার আফসার আল মাহমুদ, ড. আব্দুস সোবাহান, অহিদুল ইসলাম আকীক প্রমূখ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নবীন বরণ এর অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরদেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
বায়ান্ন/প্রতিনিধি/একে