জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূরান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাকসুর নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এ ভোটার তালিকা প্রকাশ করে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান এবং সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলমসহ কমিশনের অন্যান্য সদস্যদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে সকল শিক্ষার্থী স্নাতক (সম্মান) শ্রেণীতে ৬ (৪+২) বছর অথবা স্নাতকোত্তর শ্রেণীতে ২ (১+১) বছর অধ্যয়নরত রয়েছেন, শুধুমাত্র তাঁদের নাম জাকসু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
তালিকায় স্নাতক (সম্মান) ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১,২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ এবং স্নাতকোত্তর ২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
যে সকল বিভাগে স্নাতক (সম্মান) কোর্সের মেয়াদ ৫ বছর হওয়ায় শিক্ষার্থীদের স্নাতক (সম্মান) শ্রেণিতে (৫+২) ৭ বছর যাবৎ অধ্যায়ন করার অনুমতি রয়েছে, সেসকল বিভাগের শিক্ষার্থীগণ ৭ বছর মেয়াদ পাবে।
জাকসু গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে জাকসু সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সিদ্ধান্তের প্রেক্ষিতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত এম.ফিল, পিএইচ.ডি, উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের শিক্ষার্থী এবং বিভিন্ন ব্যাচের অনিয়মিত শিক্ষার্থীদের নাম জাকসুর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
এতে আরো বলা হয়, ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস এর শিক্ষার্থীগণ বিশেষায়িত মাস্টার্সে অধ্যয়ন করায় তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। এবং যে সকল শিক্ষার্থী আইবিএ-জেইউতে নিয়মিত কোর্সে স্নাতক (সম্মান) শ্রেণিতে অধ্যায়ন না করেও মাস্টার্স (স্নাতকোত্তর) শ্রেণিতে অধ্যায়নরত তারা জাকসু নির্বাচন-২০২৫ এর ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হয়নি।
উল্লেখ্য, নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী ২৫ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি প্রণয়ন ও ১ ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ