ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

জামালপুরে নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিল্লাল হোসাইন, জামালপুর: | প্রকাশের সময় : সোমবার ১৭ জানুয়ারী ২০২২ ০৫:৪৫:০০ অপরাহ্ন | দেশের খবর
জামালপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার বিনন্দের পাড়া জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে সেমিনারের আয়োজন করা হয়।
জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোখলেছুর রহমান। 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান, বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি সৈয়দ আতিকুল রহমান ছানা, জেলা কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক ইকরামুন নাহার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান সোহেল প্রমুখ।
 
এসময় উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের  শিক্ষক ও প্রশিক্ষণার্থী, প্রতিষ্ঠানের বিভিন্ন ট্রেডের, এনজিও , উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিগণ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকেই ।