জয়পুরহাটের কালাই উপজেলায় জুয়া খেলার অপরাধে ছাত্রলীগ নেতাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর ২টায় উপজেলার মাত্রাই এলাকা একটি বাড়ীতে জুয়া খেলার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার মাত্রাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান, হেলাল উদ্দিন, মাসুদ রানা, জনি ওরফে নাজিম উদ্দিন, রিফাত হাসান, শওকত হাবিব, আতিকুর রহমান, সবুজ সরকার ও বায়েজিদ বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
এ ব্যাপারে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, উপজেলার মাত্রাই এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ছাত্রলীগ নেতা আতিকুর রহমানসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেখান থেকে জুয়া খেলার সরঞ্জাম, মোবাইল ফোন ও নগদ ১২৯০ টাকা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে মামলা পর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।