সিলেটের জৈন্তাপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসানাতের পরিচালনায় বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
সহকারী কমিশনার (ভূমি) মো. ফারুক আহমেদ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ।
এসময় আরোও উপস্থিত ছিলেন- চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন, রফিক আহমদ, আব্দুর রশিদ, ফখরুল ইসলাম, সিরাজুল ইসলাম, বাহারুল আলম বাহার, কুতুব উদ্দিন, কামরুজ্জামান চৌধুরী, শাহআলম চৌধুরী তোফায়েল, আলতাফ হোসেন বেলাল, আব্দুল আহাদ, আব্দুর রাজ্জাক রাজা, হোসেন আহমদ, আব্দুল কাইয়ুম সহ ৫ ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সাধারণ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ট ও সফল করতে প্রত্যেক প্রার্থীদেরকে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সকল প্রকার আইনের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচন সফলের আহবান জানান। কোন প্রার্থীও কর্মী সমর্থক বা প্রার্থী নির্বাচনি আইন না মেনে চললে সেক্ষেত্রে প্রশাসন কঠোর হস্তে দমন করবে।
যেহেতু জৈন্তাপুরে অতিতে সব কয়েটি নির্বাচনে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি তদ্রুপ উপজেলার সম্মান অক্ষুন্ন রাখতে সবার প্রতি আহবান জানান।