ঢাকা, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

জৈন্তাপুরে বিজিবির চিকিৎসা সেবা প্রদান

জৈন্তাপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২২ জুন ২০২২ ১১:৪৫:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বন্যা কবলিত জনসাধারণের মধ্যে ১৯ বিজিবির উদ্যােগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রোগীদের মাঝে ঔষধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি'র ব্যবস্থাপনায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাই স্কুলে দরবস্ত এলাকার বন্যা কবলিত দুস্থ ও অসহায় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করা হয়।


মেডিকেল ক্যাম্পেইনে শ্রীমঙ্গল সেক্টর'র মেডিকেল অফিসার মেজর মোঃ তানভীর খান এবং সিলেট সেক্টরের মেডিকেল অফিসার ডাঃ ফাহমিদা জাহান'র নেতৃত্বে একটি চিকিৎসক টিম উক্ত এলাকায় চিকিৎসা সেবা প্রদান করে।

দিনব্যাপী পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনে অন্তত ১২ শত জনকে বিনমূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

এ সময় জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি'র উপ অধিনায়ক মেজর মোঃ হাসান আরাফাত, পিএসসি উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পেইন এর সার্বিক তদারকি করেন।

এছাড়াও জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি'র  অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আহমেদ, পিএসসি এবং নবাগত অধিনায়ক লেঃ কর্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী, পিএসসি বর্ণিত মেডিক্যাল ক্যাম্পেইন পরিদর্শদন করেন।