ভর্তুকি কমানো নয়, দুর্নীতি লুটপাট বন্ধ কর, জ্বালানী খাতে ভুলনীতি, লুটপাটের দায় জনগনের উপর চাপানো চলবেনা, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যারের দাবীতে বগুড়ায় জেলা জাসদের আয়োজনে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। মঙ্গলবার (১০ আগষ্ট২২) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের সাতমাথায় মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন শেষে মিছিল বের করা হয়।
বগুড়া জেলা জাসদের সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা জাসদের সহ-সভাপতি হেলাল উদ্দিন আঙ্গুর, জাসদ নেতা, জামাল উদ্দিন, কামরুজ্জামান কামরুল, হারুনার রশিদ, দানা তালুকদার, আব্দুল বাছেদ মেম্বার, রবীন্দ্রনাথ দাস রন্জন, আতিকুজ্জামান তুহিন, ওবায়দুল হক, শ্রমিক নেতা, জহুরুল ইসলাম, শাহ আলম খোকন, আশরাফুল হক আশরাফ, আব্দুল লতিফ বাচ্চু, খোরশেদ আলম খোশু, রায়হান আলী প্রমূখ।
রেজাউল করিম তানসেন বলেন, হটাৎ করেই জ্বালানী তেলের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি করা হয়েছে। এতেকরে অর্থনীতি ও জনজীবনে মারাত্মক নেতিবাচক ও ক্ষতিকর প্রভাব ফেলতে শুরু করেছে। গণপরিবহণ ও পণ্যপরিবহণের ভাড়া বৃদ্ধি, কৃষিতে সেচ ব্যয় বৃদ্ধি, নিত্যপণ্যের দাম আরও বৃদ্ধিসহ জনজীবনে বাড়তি চাপ তৈরি করেছে। মানুষের দৈনন্দিন জীবন যাপনে এর প্রভাব পড়ছে। বাজারে এখন সব জিনিসের দাম বেড়ে গেছে। এরমধ্যে সারের দাম বৃদ্ধি করা হয়েছে। এতেকরে কৃষক ক্ষতিগ্রস্থ হবে। এতেকরে সরকারের সকল অর্জন মানুষের কাছে প্রশ্নবৃদ্ধ হচ্ছে।
তিন বলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ধরে রাখতে, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রনে রাখতে সকল মূল্যবৃদ্ধি বাতিল করা হোক। মানুষের জীবন যাপন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হোক। তিনি দুর্নীতি-লুটপাট-অপচয় বন্ধ করতে কঠর পদক্ষেপ গ্রহনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।