"শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার" এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদাহের কোটচাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শনিবার (৫ই অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে র্যালী শেষে উপজেলা অফিসার্স ক্লাব মিলন আয়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল মাওয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইয়ার ফারুক আহাম্মেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকি সালাম,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম,সরকারী কে এম এইচ কলেজের (অবঃ) অধ্যাপক মহাসীন আলী,
শেরখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবীর হোসেন, বড়বামনদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন, মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, সাফদারপুর মনছুর আলী একাডেমীর শিক্ষক আমিন উদ্দিন, কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, সাফদারপুর দারুল উলুম আলীম মাদ্রাসার অধ্যক্ষ জাকির হোসেন, কোটচাঁদপুর পৌর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম প্রমুখ। এ সময় সাংবাদিক, শিক্ষক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।