ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে নিহত ১

মোঃ বনি হরিনাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি | প্রকাশের সময় : বুধবার ৫ জুলাই ২০২৩ ০৪:২৫:০০ অপরাহ্ন | দেশের খবর
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আব্দুল খালেক (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত  ব্যাক্তি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদেদিহী গ্রামের মৃত তমিজ উদ্দীনের ছেলে। 
 
বুধবার (৫ জুলাই) সকালে বরোবাজার স্টেশনের অদূরে মাছ বাজারে রুপসা এক্সপেস ট্রেনে সে কাটা পড়ে। সকালে সে বারোবাজার মাছ বাজারে বোতল কুড়াচ্ছিল বলে স্থানীয় ব্যবসায়ীরা জানায়।
 
বারোবাজার রেলস্টেশন সহকারী মাস্টার আরিফুর রহমান জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সে নিহত হয়। খবর পাওয়ার পর যশোর জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহটি উদ্ধার করেন বলে জানা যায়।