ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

ঝিনাইদহে দুর্নীতি ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২২ অগাস্ট ২০২৪ ০৮:০২:০০ অপরাহ্ন | খুলনা
ভারতীয় আগ্রাসন ও সব দপ্তরে অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 
 
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
 
মিছিলটি শহর প্রদক্ষিণ করার সময় ছাত্র-জনতার প্রতিনিধিরা দুর্নীতিবিরোধী প্রচারণা শুরু করেন। 
 
এ সময় সমন্বয়ক শারমিন সুলতানা, আবু হুরায়রা, সাইদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, রিহান হোসেন রায়হান, নুসরাত জাহান সাথী ও এলমা খাতুন বক্তব্য রাখেন।
 
বক্তারা বলেন, ভারতের সব আগ্রাসনের বিরুদ্ধে এবার রুখে দাঁড়ানোর উপযুক্ত সময়। প্রতিবেশী পরিচয়ে দেশটি পানি আগ্রাসন, সীমান্তে বাংলাদেশী হত্যা এবং বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে ফায়দা লুটছে। ভারতের এসব আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 
 
পায়রা চত্বরে আয়েজিত সমাবেশে সমন্বয়ক আবু হুরায়রা বলেন, ঝিনাইদহের পাসপোর্ট অফিস, শিক্ষা অফিস, জেলার সব সাব-রেজিষ্ট্রি অফিস ও বিআরটিএ অফিসে ঘুষ-দুর্নীতি বন্ধ করতে হবে। তিনি বলেন, দুর্নীতি বন্ধ না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা কঠোর হতে বাধ্য হবে।



সবচেয়ে জনপ্রিয়