ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

ঝিনাইদহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত পাঁচ আহত ৩

আশরাফুল আলমঃ | প্রকাশের সময় : শুক্রবার ৫ মে ২০২৩ ১০:০৭:০০ পূর্বাহ্ন | দেশের খবর

 

 
 
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর নামক স্থানে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশিপুর পৌর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালীগঞ্জের বলাকান্দা গ্রামের শাহিনের মেয়ে খুকুমণি খাতুন (৭), কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের দেড় বছর বয়সী ছেলে রাফান হোসেন ও তার নানি তোরাব আলীর স্ত্রী শিউলী খাতুন (৫০), কালীগঞ্জের শাহপুর ঘিঘাটি এলাকার সোবাহান মন্ডলের ছেলে ভ্যান চালক সোলেমান হোসেন (৬০) ও কালীগঞ্জ উপজেলার ত্রীলোচনপুর ইউনিয়নের মধুপুর গ্রামের টিটো শেখ। নিহত শিশু খুকু মনি, রাফান ও তার নানি শিউলী ইঞ্জিন চালিত ভ্যানের যাত্রী ছিল। খুকু মনি ও রাফান সম্পর্কে তারা মামাতো ফুপাতো ভাই বলে জানা গেছে। নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার  সকালে কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের মোঃ রুবেলের স্ত্রী মোছাঃ রিমা (২৫) ডাক্তার দেখাতে কোটচাঁদপুর আসেন। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় ঘটনাস্থলেই কোলের সন্তান রাফান নিহত হন। এদিকে নিহত খুকুমণি তার নানী শিউলি বেগমের সাথে বেড়াতে এসেছিল কোটচাঁদপুরে শহরে। সে তার নানির সঙ্গে এলাঙ্গী ফিরছিলো। একই পরিবারের চার ব্যক্তির হতাহতের ঘটনায় ওই পরিবারে চলছে আহাজারি। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইন উদ্দীন এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আহত হন ছয়জন। তাদের মধ্যে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ও যশোর হাসপাতালে রুবেলের স্ত্রী রিমা খাতুন, শিউলী খাতুন, ফল ব্যবসায়ী ব্রাম্মনবাড়িয়া জেলার আল আমিন ও কাভার্ড ভ্যানের হেলাপার অন্তর মিয়া (২৫) ব্যক্তিকে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে শিউলী মারা যান। ভর্তিকৃতদের মধ্যে আরো দুইজনের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। কোচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রমিজ উদ্দীন জানান, সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহত একজনের প্রতমে পরিচয় জানা যাচ্ছিলো না। পরে তার নাম টিটো শেখ বলে স্বজনরা নিশ্চিত করেন। এ্যাম্বুলেন্সের ড্রাইভার সনি মিয়া জানান, আহতদের যশোর হাসপাতালে নেয়ার পর টিটো শেখ ও শিউলী খাতুনের মৃত্যু হয়।