ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

ঝিনাইদহে সড়ক সংস্কারের দাবিতে অবরোধ ও বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১২ জানুয়ারী ২০২৩ ০৭:৫৪:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
ঝিনাইদহে ফেলে রাখা সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা ১২টার দিকে ঝিনাইদহ-কোটচাঁদপুর সড়কের কালুহাটি মাদরাসার সামনে এলাকাবাসী সড়ক অবরোধ করে। 
 
এসময় ঝিনাইদহ থেকে গান্না হয়ে কোটচাঁদপুরগামী সকল যানচলাচল বন্ধ হয়েছে। এতে বিপাকে পড়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ ওই সড়কে চলাচলকারীরা। 
 
অবরোধ চলাকালে সড়কে বিক্ষোভ করে এলাকাবাসী। এসময় এলাকাবাসীর পক্ষ থেকে হাবিল মিয়া, রেফা আহম্মেদ, আসাদুজ্জামান প্রমুখ  বক্তব্য দেন। 
 
বক্তারা অভিযোগ করে বলেন, সড়ক সংস্কার করতে গিয়ে রাস্তা খুঁড়ে গত ১৪ মাস ধরে ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদার মাসুম দিনের পর দিন মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। সড়ক এভাবে মাসের পর মাস ফেলে রাখার কারণে ধুলায় বাড়িঘর, ফসলী জমি নষ্ট হচ্ছে। ধুলার কারণে বিপাকে পড়তে হচ্ছে ওই সড়কে চলাচলকারীদের। তাই দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান তারা। 
 
প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ চলার পর সংশ্লিষ্টদের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।