ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

টাঙ্গাইলের যমুনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ॥ হাজারো মানুষের ঢল

হাসান সিকদার, টাঙ্গাইল | প্রকাশের সময় : শুক্রবার ২৩ সেপ্টেম্বর ২০২২ ১০:৪৬:০০ অপরাহ্ন | দেশের খবর

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে দুই দিনব্যাপী গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী গরুর হাটের উত্তর পশ্চিমে যমুনা নদীতে এ প্রতিযোগিতা শুরু হয়। গতকাল শনিবার এ প্রতিযোগিতার ফাইনাল নৌকা বাইচ অনুষ্ঠিত হবে।  

ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ দেখতে দুপুর থেকেই বিনোদন পিপাসু হাজারো মানুষের ঢল নামে যমুনার দু’পাড়ে। জেলার বিভিন্ন এলাকা থেকে বৃদ্ধ ও শিশুসহ বিভিন্ন বয়সের কয়েক হাজার মানুষ নৌকা বাইচ দেখতে আসেন। কেউ কেউ ছোট কিংবা বড় নৌকা ভাড়া করে পরিবার পরিজন নিয়ে নদীর বিভিন্ন স্থানে অবস্থান নেয়। রঙ-বেরঙের বাহারি নৌকা, বাদ্যযন্ত্রসহ সব মিলিয়ে যমুনা নদীর গোবিন্দাসী এলাকায় বইছিল উৎসবের আমেজ। যমুনার পাড়ে হাজারো মানুষের যেন এক মিলন মেলায় পরিনত হয়। 

জেলার বিভিন্ন এলাকা থেকে সুসজ্জিত নৌকা আর রং-বেরঙের বাহারি পোশাক পড়ে এই প্রতিযোগিতায় অংশ নেয়। গ্রাম বাংলার গান আর বৈঠার ছন্দে মাতিয়ে তুলেছিল যমুনার নদীর ঢেউকে। 

সরেজমিনে দেখা যায়, পানির মধ্যে নেমে, নদীরচরসহ বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে প্রতিযোগিতা উপভোগ করেছেন। নৌকায় ঘুরে পরিবার পরিজনকে নিয়ে বাইচ দেখতে আনন্দে উম্মুখ হয়ে উঠে গ্রামাঞ্চলের মানুষ। আর এ প্রতিযোগিতা উপলক্ষে নদীর পাড়ে বিভিন্ন ধরনের দোকান বসে। 

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধার সভাপতিত্বে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত, ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ ও টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের সহধর্মিনী ঐশী খান। 

প্রথম দিনে প্রায় অর্ধশতাধিক নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। 

 

নৌকা বাইচ দেখতে আসা তারা মিয়া বলেন, বর্তমানে গ্রাম বাংলা নৌকা বাইচ প্রতিযোগিতা হারিয়ে যাচ্ছে। এখন আগের মতো নৌকা বাইচ প্রতিযোগিতা দেখা যায় না। তাই একটু আনন্দ উপভোগ করতেই পরিবারের সবাইকে নিয়ে নৌকা বাইচ দেখতে এসেছি। খুব আনন্দ করছি সবাই মিলে। 

আরেক দর্শনার্থী সাদিয়া আক্তার কনা বলেন, আমি নৌকা বাইচ দেখতে এসেছি। নৌকা বাইচ দেখে অনেক ভালো লাগলো। ভবিষ্যতে এ প্রতিযোগিতা আয়োজন করার জন্য কর্তৃপক্ষের কাছে আহবান জানাচ্ছি।

টাঙ্গাইল-২ আসনে সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বলেন, গ্রাম বাংলাকে ঐতিহ্য ধরে রাখতে এ আয়োজন। আগামীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অব্যাহত থাকবে।