টাঙ্গাইল জেলার ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের নাগরিকদের অংশ গ্রহণে ‘উগ্রবাদ প্রতিরোধে, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সের ডিল সেডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি ও এন্ট্রি টেররিজম ইউনিটের প্রধান কামরুল আহসান।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট মোহাম্মদ ইমামুর রহমান, এন্ট্রি টেররিজম ইউনিটের পুলিশ সুপার আসলাম খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিসুর রহমান। বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের সহযোগিতায় সমাবেশে সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন ডিএমপির অতিরিক্ত পুলিশ সুপার সাইদ নাসির উল্লাহ।