ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

টাঙ্গাইলে ছেলে বন্ধুর সাথে ঘুরতে এসে ট্রেনে কাটা পড়ে স্কুল ছাত্রী নিহত

হাসান সিকদার, টাঙ্গাইল : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩০ নভেম্বর ২০২১ ০৪:২৯:০০ অপরাহ্ন | দেশের খবর
টাঙ্গাইলের কালিহাতীতে ছেলে বন্ধুর সাথে ঘুড়তে এসে ট্রেনে কাটা পড়ে (৮ম) শ্রেণীর এক স্কুল ছাত্রী নিহত হয়েছে । মঙ্গলবার (৩০ নভেম্বর) উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ছাত্রী চট্টগ্রামের নাসির উদ্দিনের মেয়ে নুসরাত জাহান। তারা এলেঙ্গা এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতো। ওই ছাত্রী এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের (৮ম) শ্রেণীর ছাত্রী। 
 
জানা যায়, উপ‌জেলার এ‌লেঙ্গা পৌরসভা এলাকার না‌সির উ‌দ্দি‌নের ৮ম শ্রেণীতে পড়ুয়া মে‌য়ে তোয়া ফেসবু‌কে সোহাগ আল হাসান জয় না‌মের এক যুব‌কের সা‌থে বন্ধুত্ব হয়। প‌রে তা‌দের সা‌থে মঙ্গলবার দেখা করা নিয়ে ফেসবুক ম‌্যা‌সেঞ্জা‌রে কথোপকথোন হয়। প‌রে সকা‌লে তারা দুইজন রিক্সা‌যো‌গে বের হয়। এরপর ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের পা‌শে ধলা‌টেঙ্গর রেললাই‌নে নীল সাগর এক্স‌প্রেস ট্রেনে কাটা প‌ড়ে স্কুল শিক্ষার্থী তোয়া নিহত হয়। এসময় তার কা‌ছে পরীক্ষার প্রশ্নপত্র ও পরীক্ষার সামগ্রী পাওয়া যায়। প‌রে ঘটনাস্থল থে‌কে তার প্রেমিক জয় পা‌লি‌য়ে যায়। 
 
নিহত স্কুল শিক্ষার্থীর মা শায়লা বেগম ব‌লেন, ছোট মে‌য়েসহ তোয়া‌কে নি‌য়ে স্কুলে যায়। প‌রে তোয়া তার বান্ধবীর বাসায় যাওয়ার কথা ব‌লে আ‌গে চ‌লে যায়। প‌রে বিদ‌্যাল‌য়ের শিক্ষ‌কের মাধ‌্যমে মে‌য়ে নিহত হওয়ার খবর পাই। 
তি‌নি আ‌রও ব‌লেন, মে‌য়ের সকাল ১০ টা থে‌কে বিদ‌্যাল‌য়ে বা‌র্ষিক পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু মে‌য়ের আর পরীক্ষা দেয়া হল না। 
এ ঘটনায় প‌রিবার থে‌কে জয় না‌মের ওই যুব‌কের বিরু‌দ্ধে মামলা দা‌য়ের করা হ‌বে। 
 
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার (ইনচার্জ) মাছুম আলী খান জানান, ট্রেনে কাটা পড়ে স্কুল ছাত্রী নিহতের বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।