ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

টাঙ্গাইলে তিন যৌনকর্মীসহ আটক চার

টাঙ্গাইল প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ৬ মে ২০২৩ ০৭:৩৪:০০ অপরাহ্ন | দেশের খবর
 
টাঙ্গাইলের মির্জাপুরে বাসা বাড়িতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিন যৌনকর্মীসহ এক খদ্দেরকে আটক করেছে মির্জাপুর থানা পুলিশ।

শনিবার (৬ মে) সকালে পৌর এলাকার শিল্পপতি সাইফুল ইসলাম রাসেলের বাসা থেকে তাদের আটক করা হয়।

আকটকৃতরা হলেন- মির্জাপুর উপজেলার বড়দাম গ্রামের কালিপদ সরকারের ছেলে কমল সরকার (৩৯), বাইমহাটি গ্রামের মৃত কামাল দেওয়ানের স্ত্রী মুন্নী রেনু (৪০), পাকুল্যা গ্রামের রাসেল মিয়ার স্ত্রী লাকী (২৯) ও বাসাইল উজেলার ভবেশ চন্দ্র রাজবংশরি স্ত্রী লিপি রানী (৪২)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্যদিন যাবৎ ধরে ওই বাসার পাঁচতলা ভবনে যৌন ব্যবসা চালিয়ে আসছিল। যৌনকর্মীরা বিভিন্ন সময় খদ্দেরদের ব্যাকমেইল করে অর্থ হাতিয়ে নিতো। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার (ওসি) শেখ আবু সালেহ্ মাসুদ করিম বলেন, তারা দীর্ঘদিন ধরে এ অনৈতিক কাজে লিপ্ত ছিল। গোপন সংবাদ পেয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ দুপুরে টাঙ্গাইল কোর্টে পাঠানো হয়েছে।