টাঙ্গাইলের সদরে ৪০৪ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার বিকেলে উপজেলার আশেকপুর বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন রংপুর জেলার গঙ্গাচড়া উপজোর বড়রুপাই গ্রামের চিত্তরঞ্জণ রায়ের ছেলে প্রদীপ চন্দ্র রায় (৪১), একই জেলার হারাগাছ উপজেলার হরিরম্মল গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে জাহিদ হাসান (২৫), দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আব্দুল ওয়াদুদ (৪৭), একই জেলার হাকিমপুর উপজেলার বৈগ্রামের আসমান আলীর ছেলে মশিউর রহমান (৩০)। এসময় ৪০৪ বোতল ফেন্সিডিল, ৪টি মোবাইল, ৪টি সিম কার্ড, মাদক কারবারীর ব্যবহৃত পিকআপ ভ্যান এবং নগদ ১৩০০ টাকাসহ তাদের হাতেনাতে আটক করে।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেসবিজ্ঞপ্তি মাধ্যমে জানান, আটককৃতরা মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।