টানা ৮দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ সকাল ১১টায় ভারত থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্যদিয়ে এই কার্যক্রম শুরু হয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই বন্দর দিয়ে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম বন্ধ ছিল।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে এই দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম ৮দিন বন্ধের সিদ্ধান্ত নেয়। ফলে ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ ছিল। আজ সকাল থেকে হিলি বন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বন্দরের সকল কার্যক্রম।