ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে এলজিইডি’র জেলা অভিযোগ নিরসন কমিটির সভা

ফরিদুল ইসলাম রঞ্জু, ঠাকুরগাঁও | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ০৫:৫৫:০০ অপরাহ্ন | দেশের খবর

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি)’র জেলা অভিযোগ নিরসন কমিটি ডিজিআরসি এর সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ডিজিআরসি (ডিস্ট্রিক্ট গ্রিভেন্স রিড্রেসাল কমিটি)’র এ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় সরকার প্রকৌশল ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী ও ডিজিআরসি’র আহবায়ক মোহাম্মদ মামুন বিশ্বাস এর সভাপতিত্বে কমিটির সদস্য সচিব সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন প্রোগ্রাম ফর সাপর্টিং রুরাল ব্রিজ (এস ইউ পি আর বি) এর এ্যাডভোকেসি কাউন্সিলর নাজমিন বেগম স্নিগ্ধা।

সভায় ডিজিআরসি এর ব্যাপক প্রচারণার মাধ্যমে ডিজিআরসি কে সক্রিয় করনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

 

বায়ান্ন/প্রতিনিধি/পিএ