ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

ঠাকুরগাঁওয়ে সরকারি নির্দেশনা মানছেন না সড়ক বিভাগসহ অধিকাংশ প্রতিষ্ঠান

ঠাকুরগাঁও প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ১১ সেপ্টেম্বর ২০২২ ১২:২৯:০০ পূর্বাহ্ন | দেশের খবর
 বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর তিনদিনের রাস্ট্রীয় শোক পালনে প্রজ্ঞাপন জারি করেন দেশের মন্ত্রিপরিষদ বিভাগ৷ 
 
প্রজ্ঞাপনে  দেশের সকল সরকারি,
আধাসরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাক অর্ধনমিত রাখার নির্দেশনা দেওয়া হয়৷ তবে সরকারি এ নির্দেশনা মানছেন না ঠাকুরগাঁওয়ের সড়ক বিভাগসহ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। 
 
জাতীয় পতাকা অর্ধনমিত না রাখার কারন জিজ্ঞেস করলে সড়ক ও জনপথ বিভাগ ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী রাফিউল ইসলাম বলেন, আজকে অফিস বন্ধ। বন্ধ থাকার কারনে পতাকা তোলা হয়নি৷ আমার জানা নেই বন্ধের দিন পতাকা তুলতে হয়। যদি এটি ভূল হয় তাহলে আমাদের ভূল হয়েছে। 
 
এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ শামসুজ্জামান বলেন, রাস্ট্রীয় শোক পালনে কোন ধরনের বন্ধের কোন বিষয় নেই৷ প্রতিষ্ঠান বন্ধ থাকলেও পতাকা অর্ধনমিত রাখার কথা বলা হয়েছে। যারা নিজ প্রতিষ্ঠান বা ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখেনি তারা সরকারি নির্দেশনা অমান্য করেছেন৷