ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

ডেমরায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর:গ্রেফতার ২

ডেমরা (ঢাকা) প্রতিনিধি | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারী ২০২৩ ০৭:২৬:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
রাজধানীর ডেমরায় পূর্ব শত্রুতার জের ধরে গ্যারেজে রাখা সময় পরিবহনের ৩ টি বাসে অগ্নি সংযোগ ও ২ টি বাস ভাঙচুরের ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতার করেছেন ডেমরা থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে ডেমরা থানা এলাকা সংলগ্ন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের শানারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন শানারপাড় এলাকার বাসিন্দা জুয়েল (২৫) ও একই এলাকার শিবলু (২২)। এ ঘটনায় ডেমরা থানাধীন শুকুরশী এলাকার বাসিন্দা সাগর (২০), ফরিদপুরের মধুখালী থানার ভ্যামমন কান্দা গ্রামের মৃত ছবদাল খন্দকারের ছেলে মো. মাসুদসহ (২৪) অজ্ঞাত ১০/১৫ জন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গত ১২ ফেব্রুয়ারী দিবাগত রাতে ডেমরা থানা উক্ত অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই পরিবহনের মালিক মো. সৈকত সরকার।
 
বাদির বরাতে মামলার বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি (তদন্ত) মো. ফারুক মোল্লা বলেন, বাদি মো. সৈকত সরকার ২০ টি বাসসহ সময় পরিবহন নামে ব্যবসা পরিচালনা করেন। বাসগুলো ডেমরার শুকুরশী ঈদগাহ মাঠ সংলগ্ন গ্যারেজে প্রতিদিন কাজ শেষে রাখা হয়। গত ১২ ফেব্রুয়ারী রাতে হিসাব শেষে সৈকত বাসগুলো যথারীতি গ্যারেজে রেখে বাসায় চলে যায়। এদিকে ওই রাতেই ৩ টার দিকে অভিযুক্তরা দলবদ্ধভাবে গ্যারেজে প্রবেশ করে ৩ টি বাসে আগুন দেওয়াসহ ২ টি বাসে ব্যপক ভাঙচুর চালায়।