ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

দিনাজপুরের ৩টি উপজেলার ২৩ ইউনিয়নে চলছে ভোটগ্রহন

দিনাজপুর প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ২৮ নভেম্বর ২০২১ ১০:০৬:০০ পূর্বাহ্ন | দেশের খবর

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ রোববার দিনাজপুরের ৩টি উপজেলার ২৩টি ইউনিয়নে চলছে ভোটগ্রহন। এই ৩টি উপজেলার ২০৮টি ভোট কেন্দ্রে এই ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে। ২৩টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দীতা করছেন মোট ১ হাজার ১২৭ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৯৭ জন, সাধারন সদস্য পদে ৭৫৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৭২ জন। 

সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে ভোটগ্রহনের জন্য ২০৮টি কেন্দ্রে মোতায়েন রয়েছে মোট ৯৭৭ জন পুলিশ। এছাড়াও ২৩টি মোবাইল টিমে ১৩৮ জন, ৪টি স্ট্রাইকিং ডিউটিতে ৩৭ জন, বিজ্ঞ ম্যাজিষ্ট্রেটদের সাথে ১৮ জনসহ ৩টি উপজেলায় মোট ১ হাজার ৩২১ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এছাড়াও কেন্দ্রে কেন্দ্রে টহল দিচ্ছে র‌্যাব, বিজিবি ও অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহন।