সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপের এ পরীক্ষা বোয়ালখালী সহ চট্টগ্রাম বিভাগের জেলা ও উপজেলা অংশ নিয়েছে। তবে বিপত্তিটা অন্য জায়গায় কর্ণফুলী নদীর কালুরঘাটে গত বৃহস্পতিবার থেকে একটি ফেরি দিয়ে পারাপার করছে যানবাহন। ফলে দুই পাড়ে সৃষ্টি হচ্ছে যানজটের। এতে পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীদের পড়তে হয় ভোগান্তিতে। নগরী খুলশী ইস্পাহানি পাবলিক স্কুল এণ্ড কলেজে ইমরান নামের একজন পরীক্ষার প্রার্থী ফেরীর যানজটে পরে যথাসময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি। এতে অনেকক্ষণ কান্নাকাটি করে দায়িত্বে থাকা একজন ম্যাজিস্ট্রেট এর সহযোগিতায় পরীক্ষায় অংশগ্রহণ করে জানা যায়। কর্ণফুলী নদীর ফেরির কারণে এরকম কত জনের চাকরি, কতজনের পরীক্ষায় দেরী হয়েছে তার কোনো হিসেব নেই। এছাড়া এধরণের ভোগান্তি নিত্যদিন পোহাতে হচ্ছে গাড়ি চালক, শ্রমিক ও যাত্রীদের।
তবে শুক্রবার (২৯ মার্চ) রাতে আরও একটি সচল ফেরি যানবাহন পারাপারে যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা।
তিনি বলেন, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় একটি ফেরি দিয়ে যানবাহন পারাপার হয়েছে। চন্দ্রঘোনা থেকে আরেকটি ফেরি আনা হচ্ছে। ফেরিটি আজ (শুক্রবার) রাতেই অপারেশনে যুক্ত হবে।
পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া আবু ছাদেক রবি বলেন, কালুরঘাট সেতু আর ফেরি দুইটি বোয়ালখালীবাসীর কতজনের স্বপ্ন ভেঙ্গেছে তার হিসেব নেই। এ সেতুই আমাদের যেকোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য যথাসময়ে যথাস্থানে না পৌঁছার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ফেরিঘাট ইজারাদার কর্তৃপক্ষ জানান, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সচল দুটি ফেরির মধ্যে একটি বিকল হয়ে যাওয়ায় এই ভোগান্তির সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সংস্কার কাজের জন্য কালুরঘাট সেতু বন্ধ হওয়ায় গত বছরের ১ আগস্ট থেকে কালুরঘাটে ফেরি সার্ভিস চালু করে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। যানবাহন পারাপারে আনা হয়েছিল তিনটি ফেরি। এর মধ্যে দুইটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হতো। একটি ফেরি রিজার্ভে রাখা হয়েছিল। তবে একে একে দুইটি ফেরি বিকল হয়ে যায়।
সরেজমিন শুক্রবার সকালে ফেরিঘাটে দেখা গেছে, একটি ফেরি দিয়ে ধীরগতিতে চলছে যানবাহন পারাপার। এতে গাড়ির দীর্ঘ সারিতে ভোগান্তিতে পড়েছেন ট্রাকচালক, শ্রমিক ও যাত্রীরা।