ঢাকা, রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ ১৪৩১

দেশ গঠনে জিয়া পরিবারের অবদান অপরিসীম: যুবদল সভাপতি মোনায়েম মুন্না

রিয়াদ হাসান | প্রকাশের সময় : রবিবার ১৯ জানুয়ারী ২০২৫ ১১:১৩:০০ অপরাহ্ন | দেশের খবর
বগুড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন যুবদল সভাপতি: নিজস্ব আলোকচিত্রী

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, দেশকে যখন গণতন্ত্রহীন করা হয়েছে, জনগণ থেকে বাকস্বাধীনতা কেড়ে নিয়ে একনায়কতন্ত্র কায়েম করা হয়েছে, তখন দেশ ও জাতিকে উদ্ধার করতে জিয়া পরিবার সবসময়ই নেতৃত্ব দিয়ে আসছেন। সেজন্য জিয়া পরিবারের হিসেবহীন ত্যাগ স্বীকার করতে হয়েছে। 

বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম-এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার বগুড়া জেলা যুবদলের উদ্যোগে জেলার সারিয়াকান্দি উপজেলার চর ভাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। এর আগে সোনাতলা উপজেলা যুবদলের আয়োজনে সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ও দেশ গঠনে এই পরিবারের অবদান অপরিসীম। বাংলাদেশের যা-কিছু মহান, গরিয়ান-মহিয়ান সেসবের নির্মাতা হলেন জিয়া পরিবার। জাতির সৌরভ আর গৌরব এসেছে এই পরিবারের হাতে ধরেই। আরেক দলের নেত্রী দেশে ফ্যাসিবাদ কায়েম করে, দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে, কয়েক লক্ষ-কোটি টাকা লুটপাট করে দেশ ছেড়ে পালিয়ে গেছে। আর তার প্রভু রাষ্ট্রে গিয়ে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

যুবদল সভাপতি আরও বলেন, উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ার কৃতিসন্তান মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যিনি এই বাংলাদেশের আপামর মানুষের কাছে একটি আবেগ ও ভালোবাসার নাম। আজ তাঁর ৮৯তম জন্মবার্ষিকীতে সারাদেশের মতো বগুড়ার জনসাধারণ মহান এই নেতাকে গভীর শ্রদ্ধার ও ভালবাসায় স্মরণ করছেন। মসজিদ, মন্দির, গির্জা প্যাগোডাসহ সকল ধর্মের ধর্মীয় উপাসনালয়গুলোত মহান এই নেতার রুহের মাগফেরাত কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে।

মোনায়েম মুন্না বলেন, সারা বাংলাদেশে বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠন যে শক্তভিত্তির ওপর দাঁড়িয়ে আজ এতটা শক্তিশালী অবস্থানে রয়েছেন তার শুরু দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরেই। তাঁর অবর্তমানে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজ সারাদেশে দলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত।

তিনি বলেন, দীর্ঘ দেড়যুগ ফ্যাসিস্ট মাফিয়া সরকারের হামলা-মামলা, জুলুম-নির্যাতন সহ্য করার পরও বিএনপির কোনো নেতাকর্মীর মনোবল কেউ ভাঙতে পারেনি। কারণ মানুষ অন্তর দিয়ে ভালবাসে শহীদ জিয়াকে, ভালবাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তাঁদের সুযোগ্য উত্তরাধিকার তারেক রহমানকে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু হাসান।

বায়ান্ন/আরএইচ/এসবি