ঢাকা, শুক্রবার ৪ অক্টোবর ২০২৪, ১৯শে আশ্বিন ১৪৩১

দোহারে টপ বিকাশ এজেন্টদের তারার মেলা

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) : | প্রকাশের সময় : মঙ্গলবার ১ অক্টোবর ২০২৪ ০৯:২৭:০০ অপরাহ্ন | দেশের খবর

ঢাকার দোহার উপজেলায় "আমরা তারার মেলায়" বিকাশ  টপারদের সাথে নিয়ে বিকাশ এজেন্টদের সাথে মিলন মেলা হয়েছে। বিভিন্ন ধরনের প্রোগ্রামের মধ্যে টপ ২০জন এজেন্ট নিয়ে এই মেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। 

৩০ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে দোহার উপজেলার জয়পাড়া বাজারে দোহার-নবাবগঞ্জ বিকাশ ডিস্ট্রিবিউশন মেসার্স প্রতিভা এন্টারপ্রাইজের অফিসে  এ মিলন মেলা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন মেসার্স প্রতিভা এন্টারপ্রাইজ অথরাইজ বিকাশ লিমিটেড এর স্বত্বাধিকারী মেহেদী আরিফ, বিকাশের ঢাকা দক্ষিণ এরিয়া ম্যানেজার ওয়ালি উর রহমান, বিকাশ লি:  এর টি এম ও শাহরিয়ার সজল, বিকাশ লি: এর ম্যানেজার আবু বক্কর রন্টি সহ আরো অনেকে। টপ এজেণ্টদেরকে হাতে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।