ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

নবাবগঞ্জে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

অলিউর রহমান মিরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ৫ সেপ্টেম্বর ২০২২ ০৩:৫৫:০০ অপরাহ্ন | দেশের খবর
 
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আনসার ও ভিডিপি এর অধীনে ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু  হয়েছে।
 
নবাবগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার আয়োজনে উপজেলার ১নং জয়পুর ইউনিয়নের বেলঘাট উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। 
 
 প্রশিক্ষনার্থীদের দক্ষ মানবসম্পদ ও প্রশিক্ষিত জনবল হিসেবে গড়ে তোলাই ছিল প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
 
 ৪ সেপ্টেম্বর রবিবার থেকে শুরু হয়ে ১০ দিনই প্রশিক্ষণে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত থেকে উৎসাহ ও দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখবেন।
 
অথিতি বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব অনিমেষ সোম।
 
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ রেজেনা পারভিন আক্তার ও উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ মোরশেদ জামিল ও সংশ্লিষ্ট  ইউনিয়ন দলনেতা ও দলনেত্রী। 
 
উল্লেখ্য এই প্রশিক্ষণে ছেলে-মেয়ে ৬৪ জন প্রশিক্ষানার্থী অংশ গ্রহন করেছেন।