ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

নবাবগঞ্জে মানবাধিকার এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সেমিনার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ৬ ডিসেম্বর ২০২১ ০৯:৩২:০০ অপরাহ্ন | দেশের খবর
দিনাজপুরের নবাবগঞ্জে মানবাধিকার শীর্ষক সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 
অদ্য সোমবার (০৬ ডিসেম্বর) সকালে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর মাদ্রাসা মাঠে ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সংস্থার নবাবগঞ্জ শাখার প্রজেক্ট ম্যানেজার ডাঃ মোঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলার সন্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আসাদুজ্জামান এছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করনীয়, আইনী সহায়তা, নারী অধিকার এবং সামাজিক সুরক্ষা সেবার বিষয়ে গুরুত্বপূর্ণ  আলোচনা করেন।
 
এছাড়াও যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ সহ মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা মুলক আলোচনা হয়।