ঢাকা, সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ ১৪৩১

নবীনগরে দুই শিক্ষিকার রাজকীয় বিদায় সংবর্ধনা

মো. কামরুল ইসলাম, নবীনগর | প্রকাশের সময় : রবিবার ১৯ জানুয়ারী ২০২৫ ১১:৫০:০০ পূর্বাহ্ন | দেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌরসভাধীন আলমনগর (দঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কাছেমা বেগম ও সুরাইয়া বেগম এর অবসরজনিত রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আনষ্ঠানিকভাবে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক রাশিদা বেগমের সভাপতিত্বে শিক্ষক ও সাংবাদিক মোঃ খলিলুর রহমান খলিল ও নাছির উদ্দীনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষকদের বিদায় সংবর্ধনার চমৎকার আয়োজন দেখে ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, আমি আনন্দিত, শিক্ষকদের কিভাবে শ্রদ্ধার সাথে বিদায় জানাতে হয় তার চমৎকার উদাহরণ এই আয়োজন। 

বক্তব্য রাখেন, বিদায়ী সংবর্ধিত অতিথি কাছেম বেগম, সুরাইয়া বেগম, অধ্যাপক আক্তার হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, হাবিবুর রহমান হাবিব, গোলাম হোসেন, সাবেক প্রধান শিক্ষক নরুল ইসলাম খান, আব্দুল ওয়াহেদ, রফিকুল ইসলাম, নাজমা বেগম, মনির হোসেন, আনোয়ার হোসেন, জাহিদুল ইসলাম জিকু, আব্দুল অহিদুল্লাহ, হাবিবুর রহমান বাছির, প্রভাষক স্বপন মিয়া, গোলাম কিবরিয়া, সঞ্জিত সরকার, গোলাম মোস্তফা মাস্টার, সাইদুর রহমান, মিল্কি, আলামিন রাকিব, মুন্না প্রমুখ।অনুষ্ঠানে বিদ্যালয়ের দেশ বিদেশে অবস্থানরত সাবেক শিক্ষার্থীরা সার্বিক ভাবে ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।

সর্বশেষে বিদ্যালয়ের মাঠে দুই বিদায়ী সংবর্ধিত অতিথি ফলজ বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠান শুরুর আগে বিদায়ী দুই অতিথিকে সুসজ্জিত গাড়ি দিয়ে অনুষ্ঠানে আনা হয় এবং অনুষ্ঠান শেষে বাড়ীতে পৌঁছে দেওয়া হয়। অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদেরও শিক্ষকদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ