ঢাকা, শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২৯শে ভাদ্র ১৪৩১
বিয়ারা পলাশতলা উচ্চ বিদ্যালয়ে

নবীন বরণসহ এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে বার্ষিক মিলাদ

কামরুল হাসান, জামালপুর : | প্রকাশের সময় : সোমবার ১২ ফেব্রুয়ারী ২০২৪ ০৮:১২:০০ অপরাহ্ন | দেশের খবর

 জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিয়ারা পলাশতলা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর নবীন বরণসহ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ সোমবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়সূত্রে জানা যায়, এ বছর ষষ্ঠ শ্রেণীতে ৬০ জন শিক্ষার্থী ভর্তি হয়। নবীন শিক্ষার্থীদেরকে বরণ ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ৬১ জন পরীক্ষার্থীর বিদায় উপলক্ষে সোমবার স্কুল কর্তৃপক্ষ বার্ষিক মিলাদের আয়োজন করে। অফিস সহকারী জাফর আলীর সঞ্চালনায় ও ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান দুলাল মাস্টারের সভাপতিত্বে আলোচনা শুরু হয়। প্রথমেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবর রহমান স্বাগত বক্তব্য দেন। এরপর প্রধান অতিথি সাবেক প্রধান শিক্ষক শামছুল হক মাস্টার, বিশেষ অতিথি অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আলহাজ্ব ফুরকান আলী মাস্টার ও অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ঈমান আলী মাস্টার বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জ্ঞানগর্ভ বক্তব্য দেন। বক্তারা বলেন, বিদায় শব্দটি দ্বারা- প্রস্থান, স্থান ত্যাগ ও অবস্থানের পরিবর্তন ইত্যাদি বুঝায়। গভীরভাবে দেখলে এটি ‘বি’ উপসর্গ দ্বারা গঠিত একটি বাংলা শব্দ। (বি + দায়) শব্দটির প্রকৃত মানে- বিশেষভাবে দায়। এ দায় তার নিজের নিকট, আপনজনদের নিকট, পিতা-মাতার নিকট, সহাপাঠীর নিকট, শিক্ষকের নিকট ও সমাজের নিকটসহ দেশ-জাতির নিকট। তাই কবি শামসুর রাহমানের বিখ্যাত সেই দেশাত্ববোধক গানের কথায় শুনি- “স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে/পানি টলটল মেঘনা নদীর কাছে/আমার অনেক ঋণ আছে/আমার অনেক ঋণ আছে।” এ ছাড়া প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি ও অভিভাবক আয়নাল হক অভিভাবক সদস্য নাজমুল হক তোতা, ডা. সফিকুল ইসলাম ও বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হক মাস্টার প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবর রহমান। সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ তাকে সহযোগিতা করেন।