ঢাকা, সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

নাগরপুরে বাস খাদে পড়ে নিহত ১

গোপাল সরকার, নাগরপুর: | প্রকাশের সময় : বুধবার ১৯ জুলাই ২০২৩ ০২:২৭:০০ অপরাহ্ন | দেশের খবর

টাঙ্গাইলের নাগরপুরে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) সকালে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের ঘাগরা বেতুলিয়া মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল সূত্রে জানা যায়, ঢাকাগামী এসবি লিংক পরিবহনের একটি বাস চলমান অবস্থায় চাকা বিস্ফোরণ হয়ে খাদে পড়ে যায়। এতে অজ্ঞাত একজন নিহত হয়েছে।

 

এ ঘটনায় নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজ্জাদ হোসেন বলেন, একটি বাস সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। তার প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। নিকট আত্মিয়দের জানানো হয়েছে। তারা আসার পর লাশ হস্তান্তর সহ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।