ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নাটোরে পাযু পথে লুকিয়ে রাখা ১০ লাখ টাকার হেরোইন উদ্ধার

নাটোর প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ৫ ডিসেম্বর ২০২১ ০৭:২২:০০ অপরাহ্ন | দেশের খবর

নাটোরে পাযুপথে ১০ লক্ষ টাকার হেরোইন লুকিয়ে  নিয়ে পাচারের সময় ইব্রাহিম নামে এক জনকে আটক করেছে জঅই -৫ এর একটি দল। আজ রবিবার দুপুরে নাটোর র‌্যাব ক্যাম্প সিপিসি -২ এ এক প্রেস ব্রিফিংএ তথ্য জানানো হয়। আটককৃত ইব্রাহিম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাজিহাটা এলাকার হাবিবুর রহমানের ছেলে।

নাটোর ক্যাম্পের কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি -২ নাটোর র‌্যাব ক্যাম্পের একটি টিমি  বাগাতিপাড়া উপজেলার সামনে গত রাতে এক অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় ইব্রাহিম নামে এক যুবককে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করে তার পাযুপথ থেকে ১০ লক্ষ টাকা মূল্যমানের ৯৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রেস ব্রিফিংয়ে  জানানো হয় ইব্রাহীম  কালো রঙের কসটেপ পেঁচিয়ে বিশেষ কৌশলে পাযু পথে প্রবেশ করিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে ওই হিরোইন পরিবহন করা হচ্ছিল। এছাড়া এমন কাজ সে এর পূর্বেও বহুবার করেছে বলে স্বীকারোক্তি প্রদান করেন।এ  বিষয়ে বাগাতিপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।