ঢাকা, রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

নাটোর জেলা বাস মালিক সমিতির পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম

নাটোর প্রতিনিধি | প্রকাশের সময় : শনিবার ২৩ এপ্রিল ২০২২ ০৮:১৫:০০ অপরাহ্ন | দেশের খবর

গত ২১ এপ্রিল নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতির অব্যন্তরে সন্ত্রাসী হামলায় তিনজন মালিক আহত হওয়ার ঘটনায় অভিযুক্ত সকলকে অবিলম্বে গ্রেফতার এবং এই ঘটনার নেপত্য নায়কদের চিহিÍ করে বিচারের দাবি জানিয়েছে নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতি। না হলে আগামি ২৭ এপ্রিল থেকে নাটোর জেলার অভ্যন্তরে পরিবহন ধর্মঘটের ডা দিয়েছেন তারা। আজ বেলা তিনটায় নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতি কার্যালযে এক সংবাদ সম্মেলনে সমিতির আহবায়ক লক্ষণ পোদ্দার লিখিত বক্তব্যে একথা জানান। তিনি বরেন, অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হলেও এখনো তাদের রিমান্ডে নেওয়া হয়নি। আমরা ঘটনার নেপথ্যে কারা রয়েছে সেটা জানতে চাই। এসময় সংবাদ সম্মেলনে সন্ত্রাসী হামলায় আহত বাস মালিক মজিবর রহমান , আব্দুর রশিদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে নাটোর থানার ওসি নাছিম উদ্দিন জানান, অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।তদন্তাধীন বিষয়ে এর বেশী কিছু বলা সম্ভব নয়।